Saturday, April 15, 2017

জিবি ইন্টারনেট অফার ২৫০ এমবি মাত্র ২৪ টাকায়

জিবি ইন্টারনেট অফার

২৫০ এমবি মাত্র ২৪ টাকায় 

 

শর্তাবলী:
  • ২৫০ এম বি ইন্টারনেট + ১ পয়সা প্রতি সেকেন্ড রেটে মাত্র ২৪ টাকায় (এসডি, ভ্যাট, এসসি অন্তর্ভুক্ত )। কার্যকর করতে ডায়াল করুন *১২১*৩০৬৫# (Inclusive of SD+VAT+SC), Activation Code : *121*3065#
  • পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত অফার চলবে।
  • অফার সকল প্রি-পেইড গ্রাহকের জন্যে প্রযোজ্য।
  • গ্রাহক যতবার ইচ্ছা ততবার এই প্যাক কিনতে পারবে। এরপর ইন্টারনেট ভলিউম শেষ হয়ে যাওয়ার পর গ্রাহক কে প্রতি কেবি তে ০.০১ টাকা চার্জ করা হবে মেয়াদ থাকা পর্যন্ত সর্বোচ্চ ২৪৪ টাকা ।
  • অফার সক্রিয় থাকা অবস্থায় গ্রাহক পুনরায় এই প্যাক ক্রয় করলে অব্যবহৃত ডাটা ভলিউম নতুন প্যাকের সাথে যোগ করা হবে। ( ২৫০ এমবি + ১ পয়সা প্রতি সেকেন্ড এ ২৪ টাকায় )
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২১*১*৪#
  • ইন্টারনেট অফার বাতিল করতে ডায়াল করুন *১২১*৩০৪১#
  • বিশেষ ১ পয়সা প্রতি সেকেন্ড পাল্‌স ট্যারিফ স্থানীয় নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য ( জিপি থেকে জিপি নাম্বারে, জিপি থেকে অন্য অপারেটরে, পিএসটিএন এবং মোবাইল এ )
  • অফার চলাকালীন সময়ে এই বিশেষ ১ পয়সা প্রতি সেকেন্ড ট্যারিফ সকল নিয়মিত প্যাকেজ ট্যারিফ, সুপার এফএনএফ, এফএনএফ উপর প্রযোজ্য হবে। ( যেকোন স্থানীয় নাম্বারে ১ পয়সা প্রতি সেকেন্ড ২৪ ঘণ্টা )
  • বিশেষ ১ পয়সা প্রতি সেকেন্ড ট্যারিফ বোনাস মিনিট, বোনাস টকটাইম, এমারজেন্সি ব্যালেন্স এর জন্য প্রযোজ্য নয়। বোনাস মিনিট, বোনাস টক টাইম, এমারজেন্সি ব্যালেন্স প্রথমে শেষ করা হবে।
  • অফার প্রচারাভিযান চলার সময় একাধিকবার গ্রহন করা যাবে। একাধিকবার রিচার্জের ক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্যে বৈধতা ভুল বিবেচনা করা হবে।
  • গ্রাহক *১২১*১*২# ডায়াল করে ১ পয়সা প্রতি সেকেন্ড অফারের মেয়াদ জানতে পারবে।
  • যদি গ্রাহক ১ পয়সা অফারের জন্যে বাছাই করেন তাহলে অধিক বৈধতা প্রযোজ্য হবে। বিশেষ ট্যারিফ মেয়াদ শেষের পর পূর্ববর্তী অফার / প্যাকেজ এর জন্য পুনরায় আবেদন করতে হবে।
  • অফার আনসাবস্ক্রাইব করার জন্যে “Stop RC” লিখে ৯০০০ এ এসএমএস করুন।
  • ৫% সাপ্লিমেন্টারি ডিউটি চার্জ + এসডি এর উপর ১৫% ভ্যাট +বেস ট্যারিফ এর উপর ১% সারচার্জ প্রযোজ্য হবে সকল চার্জের ক্ষেত্রে।
  • অফার ৩ দিনের জন্যে প্রযোজ্য ( কার্যকরের দিন + ২ দিন )

Previous Post
Next Post
Related Posts

0 comments: